বিডি নিউজ আই: বিশ্ব নবী হযরত মুহাম্মদ(স:)এর জন্ম ও ওফাত দিবসে নারায়ণগঞ্জে বর্নাঢ্য র্যালী হয়েছে। র্যালিতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করে।
বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু সড়ক নগর ভবন চত্বর থেকে মাওলানা বাহাদুর শাহ্ র নেতৃত্বে জশনে জুলুস নামের ব্যানারে কয়েক হাজার মুসল্লির একটি র্যালি শুরু হয়।
র্যালিটি ডিআইটি, দুই নম্বর রেলগেট, চাষাঢ়া, খানপুর , কালীর বাজার ও টানবাজার হয়ে পূণরায় নগর ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
র্যালি শুরুর আগে মাওলানা বাহাদুর শাহ বলেন, ইসলামের কটুক্তিকারী , কোর আন অবমাননাকারী ও নবীজীর বিরুদ্ধে যারা কুৎসা রটায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...