• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :

নারায়ণগঞ্জে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বিডিনিউজ আই ডেস্ক : / ৩১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ মে, ২০২১
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বুদ্ধ বিহার ও ড. শাসনরক্ষিত ধ্যান কেন্দ্র।

জাহাঙ্গীর হোসেনঃ যথাযথ মর্যাদায় শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২১ উদযাপন করলো নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বুদ্ধ বিহার ও ড, শাসনরক্ষিত ধ্যান কেন্দ্র। বুধবার (২৬ মে) দিনব্যাপী ফতুল্লার পিলকুনিস্থ না,গঞ্জ কেন্দ্রীয় বুদ্ধ বিহার ও ড, শাসনরক্ষিত ধ্যান কেন্দ্রে বুদ্ধ পূজা, শীলগ্রহণ, ভিক্ষুসংঘের পিন্ডদান বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বুদ্ধ বিহার ও ড, শাসনরক্ষিত কেন্দ্রের পরিচালক ভদন্ত চন্দ্র বংশথেরো বলেন, আজ ২৫৬৫ বুদ্ধাব্দ, বুধবার সিদ্ধার্থ গৌতম এর জন্ম, সম্যক বোধিলাভ এবং মহাকারুণিক বুদ্ধের মহাপরিনির্বাণ তিথি। জাতিসংঘ অশান্ত বিশ্বে শান্তি ও উন্নয়নের জন্য ২০০৪ সাল হতে দেশে মহাদেশে “আন্তর্জাতিক বেশাখ ডে” সাড়ম্বরে পালন করছে। মহান শিক্ষক বুদ্ধের বাণীঃ দুঃখ বিমুক্তির জন্য প্রজ্ঞাময় মার্গঃ সম্যক দৃষ্টি ও সম্যক সংকল্পঃ শীলময় মার্গঃ সম্যক বাক্যঃ সম্যক কর্ম, জীবিকা এবং সমাধিময় মার্গঃ সম্যক প্রচেষ্টাঃ সম্যক স্মৃতি ও সম্যক সমাধি দৈনন্দিন জীবনে অনুসরণ ও অনুশীলন। বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ নির্মূল অভিযানে আমরা প্রত্যই হই। সবার জীবনে পবিত্র বুদ্ধ পূর্ণিমা শান্তির মঙ্গল বারতা বয়ে আনুক ইহাই প্রত্যাশা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..