বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: নবনির্মিত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও চারদিন ব্যাপি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে প্রথমে র্যালি ও পরে সাস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা এসে সংগিত ও নৃত্য পরিবেশন করেন।
এসময় জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহিমা আক্তার।
আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহান সরকার, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভুইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান ভুইয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগ বিলুপ্ত কমিটির সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...