বিডি নিউজ আই: নারায়ণগঞ্জ ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে ফোবটেক্স নামে একটি ডাইং কারখানার আন্ডারগ্রাউন্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিসিক ১ নম্বর গলিতে অবস্থিত ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, কারখানাটির আন্ডারগ্রাউন্ডে পোশাক তৈরির কাপড় ছিল। সেখানে অগ্নিকা- ঘটেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছে না।
আপনার মন্তব্য প্রদান করুন...