৪ই জুন রোজ শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় সোনাকান্দা এনায়েত নগর কবরস্থানরোড যুব সমাজের উদ্যোগে এইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ’র আয়োজন করা হয়। সোনাকান্দা শের এ বাংলা ও বন্দর থানা ক্রীড়া পরিষদের সভাপতি মোঃ মোসারফ হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিল’র হান্নান সরকার এ সময় তিনি বলেন খেলাধুলা করলে শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা পায় । খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল। প্রতিটা গ্রাম বা মহল্লায় যুবকরা যদি খেলাধুলায় লিপ্ত থাকে তাহলে যুবকরা মাদকাসক্ত সেবন থেকে দূরে থাকবে। খেলাধুলা করলে মন মানসিকতা বৃদ্ধি পায়। সন্ধা ৮ ঘটিকার সময় সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি টিভি ও রানার্সআপ দল কে ২৪ ইঞ্চি টিভি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ, আলহাজ্ব আবেদ হোসেন, নাসিক সংরক্ষিত মহিলা কাউন্সিল’র ২১,২২,২৩,নং ওয়ার্ড শিউলি নওসাদ, মুজিবর রহমান মাষ্টার, তাজ মোহাম্মদ, আলী আজহার তৌফিক, মোঃ মনির হোসেন, প্রমূখ। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন রুদ্র, রবিন, বাধন, রাকিব, হৃদয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মোঃ রোমান।
আপনার মন্তব্য প্রদান করুন...