বন্দর প্রতিনিধি: বন্দরে জুনায়েদ (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের মা হোসনেআরা বেগম বাদী হয়ে রোববার (১১ জুন) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৪৭২ তাং- ১১-৬-২৩ইং। এর আগে গত শনিবার (১০ জুন) সকাল ১০টায় বন্দরের আল মদিনা ইবতেদায়ী মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়। নিখোঁজ জুনায়েদ বন্দর উপজেলার পুরান বন্দর চৌধূরীবাড়ীস্থ কাজীবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে। এ ব্যাপারে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মা হোসনে আরা বেগম গনমাধ্যমকে জানান, গত শনিবার সকাল ১০টায় আমার ছেলে মাদ্রাসা ছাত্র জুনায়েদ বন্দর আল মদিনা ইবতেদায়ী মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ছেলের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারন ডায়রী এন্ট্রি করা হয়েছে। জিডি তদন্তকারি কর্মকতার্ নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...