বিডি নিউজ আই, রমেশ সরকার, শেরপুর সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব নদী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ সাবরিনা আফরিন, কেকের চর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...