বিডি নিউজ আই, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শ্রীবরদীর উদ্দ্যোগে প্রেসক্লাব শ্রীবরদী’র অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শ্রীবরদী’র আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জুয়েল আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ। যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রমেশ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাধারন সম্পাদক ফেরদৌস আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, ফ্রেন্ডস ফোরাম শ্রীবরদীর সদস্য সচিব হাফিজুর রহমান রিয়াদ, প্রেসক্লাব শ্রীবরদী’র কার্যকরি সদস্য মো. তাজুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে কেক কাটাহয়।
আপনার মন্তব্য প্রদান করুন...