শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন

সাংবাদিক জনির মৃত্যুতে ফতুল্লায় সড়কে বিক্ষোভ

সাংবাদিক শফিকুল ইসলাম জনি মৃত্যুতে ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক অবরোধ করে মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশে করেছে সাংবাদিক মহল।

বিডি নিউজ আই: সড়ক দূঘর্টনায় সাংবাদিক শফিকুল ইসলাম জনি মৃত্যুতে ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক অবরোধ করে মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশে করেছে সাংবাদিক মহল। ফতুল্লা প্রেস ক্লাব আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে শহর ও ফতুল্লা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় এবং ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,ফতুল্লা ছাত্রলীগের সভাপতি আবু মো: শরীফুল হক, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সামাদ মতিন, জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহ-সভাপতি শফিকুল ইসলাম আরজু ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ মাসুম, রুহুল আমীন প্রধান, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক উজ্জিবীত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আলামিন প্রধান, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য মো: মনির হোসেন, মো: মহসিন আলম, মিজানুর রহমান,মো: রবিউল, মো: দুলাল হোসেন,সেলিম হোসেন, শহিদুল ইসলাম, সোহেল সরকার, কাজী আনিসুল হক হিরা, মেহেদী হাসান রাসেল, আরিফ হোসেন, মাহবুবুর রহমান খোকা,জাহাঙ্গীর হোসেন,ফিরোজ রানা, হারুন অর রশিদ সাগর, মোকলেসুর রহমান তোতা, শফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন শুভ, ফয়সাল, মো: বদরুজ্জামান রতন, রফিকুল্লাহ রিপন,এম এ সুমন, আলামিন হোসেন, সবুজ মাহমুদ, মো: রাসেল মিয়া, রিয়াজুল ইসলাম, সাঈদ দেলোয়ার, রফিকুল ইসলাম, সোনিয়া, শিউলী,নিশা আক্তার, সুমী আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার (১৮ অক্টোবর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের মাসদাইরে সড়ক দূর্ঘটনায় নিহত এক নারীর সংবাদ সংগ্রহ করে ফতুল্লায় ফেরার পথে শাহ্ সিমেন্টের গাড়ী চাপায় পিষ্ট হয়ে মারা যায় চ্যানেল এস টিভির সাংবাদিক শফিকুল ইসলাম জনি (৩৫)।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD