• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :

হাসেম ফুড কারখানা থেকে ৪৯ পোড়া লাশ উদ্ধার ॥ মোট মৃত্যু ৫২

বিডিনিউজ আই ডেস্ক : / ২৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

রূপগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় একটি ফ্লোর থেকে ৪৯ পোড়াদেহ উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড এর কর্মীরা। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের উপ-পরিচালক অপারেশন এন্ড মেন্টেনস দেবাশীষ বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিষ্ঠানের ৪ তলা থেকে এ লাশগুলো প্যাকেট করেছেন। সেখানে লাচ্ছি ও লিচু সেকশন ছিল। এছাড়া গতকাল রাতে কারখানার ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছে আরও ৩ জন শ্রমিক। নিখোজ ৪৫ শ্রমিকের তালিকা করেছেন পুলিশ ও স্থানীয় প্রশাসন। এদিকে নিখোজদের স্বজন ও কারখানার শ্রমিকরা তাদের সহকর্মী ও আত্বীয় স্বজনদের সন্ধানের দাবীতে বেলা ১১ টায় রাস্তা অবরোধ ও কারখানা ভাংচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া,ইটপাটকিল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্দ শ্রমিকরা হাসেম ফুড লিমিটেডের আনসার ক্যাম্পে হামলা চালিয়ে সংরক্ষনাগার থেকে ৩টি শর্টগান লুট করে নিয়ে যায়। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও কাদাঁনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। কারখানা এলাকায় প্রচুর র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে দুপুর ২ টা পর্যন্ত দীর্ঘ ২১ ঘন্টায়ও ভবনের আগুন নিয়ন্ত্রনে আসেনি।
আনসারদের ক্যাম্প ইনচার্জ নাসিমা বেগম জানান, সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেডের অগ্নিকান্ডের ঘটনায় বিক্ষুব্দ শ্রমিকরা আনসার ক্যাম্পে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। এসময় শ্রমিকরা ক্যাম্পের অস্ত্র সংরক্ষনাগারের তালা ভেঙ্গে ৩টি শর্টগান লুটে নেয়।এছাড়া তারা প্রতিষ্ঠানের ভিতরে থাকা অর্ধ্বশত গাড়িও ভাংচুর করে।
উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে তিনি অর্ধশতাধিক লাশ উদ্ধারের খবর পেয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..