মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অপচয়রোধে নিজের পোস্টার নিজেই লাগাচ্ছেন এমপি প্রার্থী রনি বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত নাঃগঞ্জে সাবেক ছাত্রলীগ সভাপতি সানি’র নেতৃত্বে মিছিল ও প্রতিবাদ সাজাপ্রাপ্ত আসামী ব্লাকমেইলার কামাল ডান্ডাবেরী অবস্থায় জেলহাজতে সরকারকে দায়ী করে গুজব ছড়ানো হচ্ছে : লিপি ওসমান নারায়ণগঞ্জ সদরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বাংলাদেশে অগ্নিদানবদের ঠাঁই নেই: শাহজাহান খান নারায়ণগঞ্জে জেলা পর্যায়ে সেইপ’র অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মানব কল্যাণ পরিষদে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন না:গঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কবি রিনাৎ সুলতানা‘র তিনটি কবিতা

কবি রিনাৎ সুলতানা

তোমরা যাকে উল্কা বলো

রাতের বুক বিদীর্ণ করে নির্ঘুম জেগে থাকে
একটা নক্ষত্র পথভুলে,
কেউ কি দেখছ! দেখেছ কি কেউ!
নক্ষত্রের পাঁজরও দগ্ধ হয় আঁধারের বেনামী যন্ত্রণায়!

আচ্ছা! কি ব্যাথা হৃদয়ে পোষে!
অপেক্ষা নাকি আক্ষেপ!
নাকি প্রিয় হারানোর শ্লোক!

রাত বাড়তে থাকে
গভীররাতের ফাঁক গলে
একগাল হেসে ভাঙ্গা জ্যোৎস্নাটা বলে ওঠে
এ আর এমন কি….
অভ্যাস হয়ে গেছে, অভ্যাস… বুঝলে!

শোকতাপ সয়ে
তবুও নক্ষত্রটা জেগে থাকে,
না বলা কথারা জমে নীল হয়
শেষ রাতের আকাশে।
দগ্ধ হৃদয় ছুঁয়ে টুপকরে
নক্ষত্রের শরীর থেকে খসে পড়ে নামহীন যন্ত্রণা….
তোমরা যাকে উল্কা বলো।

ঘাতক

যখন অজস্র স্বপ্নের মৃত্যু নিয়ে বাঁচি
তখনো বাঁচার সাধ জাগে হৃদয়ে।
হাজার বছর বেঁচে থাকার অদম্য ইচ্ছেই
হেঁটে চলি পৃথিবীর বুকে কন্টক পথ ধরে।
মাথার উপরে বিদগ্ধ সোনালি ডানার চিল
তীক্ষ্ণ দৃষ্টির ধারালো থাবায় শিকার খোঁজে,
নীল আকাশ তখন আরো উপরে,
অনেক উপরে উঠে যায়….
অথচ কি অদ্ভুত জীবন! একা একাই ছুটে চলে
কখনো ঠিক, আবার কখনো বা ভুল পথে।
তবে জীবন ও মৃত্যু কি সমান্তরাল?
জানিনা….
সত্যিই জানিনা…
মধ্য দুপুরের খাঁখাঁ রোদ্দুর হুল ফোঁটায় অনুভবে
ঠিক পোষা বিড়ালটার মৃদু কামড়ের মতো।
বিশ্বাস করো
মনে হয় এজীবন জীবন না….
একসময় জীবনের কাছে ঘাতক হয় স্বপ্ন
ঘাতক স্বপ্নের দাবানলে পুড়ে পুড়ে ভস্মীভূত হয় জীবন,
তখন সব খেলা সাঙ্গ করে দেহ ছেড়ে পালায় নশ্বর পৃথিবী থেকে,
পড়ে থাকা অবশিষ্ট দেহাবশেষ নিয়ে মিশে যেতে থাকি ধূলোয় ধূলোয়
হাজার স্বপ্নের মাঝে আমার আমিটা মুছে যায়
থেকেযায় নিশ্চিহ্ন জীবনের শেষ দাগ।
তবে কি জীবন; মৃত্যুর জন্যই শাশ্বত?
নাকি মৃত্যুই জীবনের জন্য অনিবার্য পরিণতি!

আপোষহীন আমি এক

যখন নিষিদ্ধ হলাম তোমার শহরে
তখনো আঁখিযুগল আধোআধো জেগে ছিলো,
হৃদয় দুয়ারও ছিলো আপোষহীন,
আর তখনই সন্ধান পেলাম
আমার মাঝেই অবিরত বয়ে চলেছে তিনটি সমুদ্র….
যখন স্বাদ নিতে শুরু করলাম
দেখলাম আমার তিনটি সাগর
আর পৃথিবীর সব সাগর দেখতে একই।
ছোট ছোট ঢেউ যেমন আছড়ে পড়ে তীরে
ঠিক তেমন করে আছড়ে পড়ে লবনাক্ত জলোচ্ছ্বাস,
ডুকরে ওঠে জীবন,
প্লাবিত হয় অধর,
পানসে হয় অস্তিত্ব।
আমার আমিটা আরো শক্তিশালী হয়ে ওঠে
যে আগুনে আমাকে পোড়াবে
তার তাপ তোমাকেও ছুঁয়ে যাবে,
জীবন ঝলসে যাবে,
দীর্ঘশ্বাসে ফোস্কা পড়বে,
যন্ত্রণায় ছটফট করবে,
তখনও জেগে থাকবে
আমি আর আমার শরীরের
দু’শত ছ’খানা দগ্ধ কয়লা।
তোমার শহরে অলিগলিতে যে গান বাজবে
সে তো আমারি অস্তিত্বের লিরিক।
তবে মুক্তি তোমার কোথায়?
তোমার দাম্ভিক রক্তস্রোতে যে ভাঙ্গন
বিশ্বাস করো আমাকে কোনদিন ছুঁতে পারেনি,
জেনে রেখো সেভাঙ্গন তোমাকেই অস্তিত্বহীন করবে।
শুধু এটকু জানি….
আমার দর্শনে,
আমার অস্তিত্বে,
আমার প্রাণসঞ্চারে,
আমিই উত্তম, আমিই মধ্যম, আমিই নাম,
আমিই শেষ, আমিই সব।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD