• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
ভাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ভুয়া ডেন্টাল কেয়ার বন্ধ তীব্র তাপদাহে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাফিক পুলিশের প্রশান্তি বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান না.গঞ্জ সদরে বর্জ্য ও জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কাশীপুরে আ’লীগের সন্ত্রাসীদের মসজিদের হামলা- ভাংচুর না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জে নানা আয়োজনে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবাগত সদর ইউএনও তাছলিমা শিরিন নিন্দুকদের সমালোচনা অতিক্রম করে সততার পথে এগিয়ে যেতে চান নারী উদ্যোক্তা ইমা

নিন্দুকদের সমালোচনা অতিক্রম করে সততার পথে এগিয়ে যেতে চান নারী উদ্যোক্তা ইমা

নিজস্ব সংবাদদাতা / ২৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকার বাসিন্দা সখিনা আক্তার ইমা ওরফে ইমু। বিবাহিত জীবনে স্বামী ও দু’কণ্যা নিয়ে সুখের সংসার। স্বামী ইকবাল শেখ সংসারের খরচ বহন করলেও ইমা’র মনে স্বপ্ন ঘরে বসে না থেকে নিজেও কিছু করার। সংসারের সবাইকে নিয়ে আরো একটু উন্নত জীবন ব্যবস্থার। সন্তানদের ভালো ভাবে মানুষ করার। তাই স্বামীকে জানালে উৎসাহ দেয় । স্বামীর উৎসাহ পেয়ে নিজেকে আবিষ্কার করে নতুনরূপে। হয়ে উঠে স্বনির্ভর একজন নারী। ইমা ২০২১সালে প্রথমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিচালিত ৭ নং ওয়ার্ডের স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের মাঠকর্মী হয়ে কাজ শুরু করে । এরপর টিসিবির পণ্য বিতরণে কাজ করে। এ সকল কাজের পাশাপাশি নিজেকে সামাজিক স্বেচ্ছাসেবী সেবামূলক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে মানবিক ও সমাজিক সেবামূলক কাজ করে চলছেন। দীর্ঘদিন যাবৎ ইমু সকলের সাথে সততা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাজ করে এলাকায় সুনাম অর্জন করে চলছেন। পাশাপাশি পরিকল্পনা করে খাবার নিয়ে কাজ করার এবং টেইলারিং করে অবসর সময়ে আরো অর্থ উপার্জন করার। এ পরিকল্পনা থেকে গত ১ বছর যাবৎ দেশীয় বিভিন্ন সুস্বাদু ও রুচিসম্মত খাবার অনলাইন ও অফলাইনে অর্ডার নিয়ে খাবার তৈরি করে গ্রাহকের হাতে পৌঁছে দিয়ে আসছেন। তার এ সকল কাজের মাধ্যমে যে অর্থ উপার্জন হয় তা দিয়ে স্বামী সন্তানদের নিয়ে সুখ দুঃখের সংসার । সম্প্রতি টেইলারিং কাজকে ঘরে না রেখে কদমতলীতে একটি দোকান ভাড়া নিয়ে ইমা ফ্যাশন নামে টেইলারিং ও কাপড়ের ব্যবসা শুরু করেছেন। ইমু’র এই উদ্যোগে এলাকার লোকজন, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী সকলেই খুশি। ইমু’র ভবিষ্যৎ স্বপ্ন নিজেকে নারী উদ্যোক্তা হিসেবে সকলের সামনে পরিচিতি তুলে ধরা।

বহুপ্রতিভার অধিকারী ও পরিশ্রমী ইমু’র সাথে কাজের বিষয়ে কথা বললে তিনি বলেন, আমার পরিবার আমাকে লেখা পড়া করাকালীন সময়ে বিয়ে দেন। বিয়ের পর সংসার জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। দিন দিন পরিবারের খরচ বৃদ্ধি পাওয়ায় আমি কিছু একটা কাজ করার পরিকল্পনা করি এবং স্বামীকে বলি। স্বামী আমাকে বাঁধা না দিয়ে উৎসাহ দিয়ে থাকে এতে আমার মনোবল বৃদ্ধি পায়। আমি কর্মজীবন শুরু করি। আমার কর্মজীবনে অনেক সহযোগী পেয়েছি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। এর পাশাপাশি আমার কাজের ক্ষেত্রে অনেকেই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছে কিন্তু আমি আল্লাহর উপর ভরসা নিয়ে সততার পথধরে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমার লক্ষস্থলে এগিয়ে যেতে চাই। ইমু আরো বলেন,আমার কাজে ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক ও পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন করতে সেই সাথে আমার সুনামকে নষ্ট করতে গত কিছুদিন আগে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে এবং আমার কাজে ইর্ষানিত হয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে আমাকে জড়িয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর অশ্লীল ভাষা ব্যবহার করে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রকাশ করেছে। যার বাস্তবিক কোন মিল নেই তাই আমি এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আমি সকলের কাছে অনুরোধ করে বিনিময়ের সহিত বলতে চাই তথ্য প্রমান যাচাই বাঁচাই না করে এমন অপপ্রচার করবেন না, অন্যের মান সন্মান নিয়ে খেলবেন না সেই সাথে নিজেদের সুনাম নষ্ট করবেন না।

পরিশেষে ইমু বলেন,নিন্দুকদের সমালোচনা অতিক্রম করে সততার পথধরে পরিশ্রমের মধ্য দিয়ে নারী উদ্দ্যোক্তা ও সমাজিক স্বেচ্ছাসেবক হয়ে মহৎকর্ম নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।এ লক্ষ্যে আমি চাই আপনারা আমার পাশে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সেই সাথে সকলে আমার ও আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..