• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
ভাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ভুয়া ডেন্টাল কেয়ার বন্ধ তীব্র তাপদাহে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাফিক পুলিশের প্রশান্তি বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান না.গঞ্জ সদরে বর্জ্য ও জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কাশীপুরে আ’লীগের সন্ত্রাসীদের মসজিদের হামলা- ভাংচুর না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জে নানা আয়োজনে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবাগত সদর ইউএনও তাছলিমা শিরিন নিন্দুকদের সমালোচনা অতিক্রম করে সততার পথে এগিয়ে যেতে চান নারী উদ্যোক্তা ইমা

ফতুল্লায় মননের বাংলা বর্ষবরণ

নিজস্ব সংবাদদাতা / ৩৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
সভাপতি এস এ শামীম সমাপনী বক্তব্য রাখছেন।

নিজস্ব সংবাদদাতা : নারায়নগঞ্জ ফতুল্লায় মনন সাহিত্য সংগঠনের ৭৭ তম সাহিত্যাড্ডায় অর্ধশতাধিক কবি, সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলন মেলায় স্বরচিত লেখা পাঠ, গান ও পান্তা ইলিশ, ভূড়ি ভোজের মধ্য দিয়ে ১লা বৈশাখে ১৪৩২ (১৪ এপ্রিল) সোমবার নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হলো বর্ষবরণ।

মনন এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সঙ্গীত পরিচালক এস এ শামীম এর সভাপতিত্বে ফতুল্লা চৌধুরী বাড়ী মার্ক ভিলার অনু’র মনন চত্বরে সকাল ১০ টায় কবি নাট্যাভিনেতা মোখলেসুর রহমান তোতা’র সঞ্চালনায় নতুন বছরকে স্বাগত জানিয়ে স্বরচিত লেখা পাঠ ও বক্তব্য রাখেন কবি নাট্যকার মুঃ জালাল উদ্দিন নলুয়া, দৈনিক সংবাদ এর সাব-এডিটর কবি সালাম জুবায়ের, নাঃ গঞ্জ সাহিত্য জোট এর আহবায়ক কবি আবদুর রহমান বাবু, দৈনিক বিজয় ও সাহিত্য সংকলন ধ্রুব’র সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, লালপদ্ম সম্পাদক ছড়াকার ডা:মতিউর রহমান মনির,
কলাপাতার বাঁশি ছড়া সংকলন সম্পাদক ছড়াকার ডা: নজরুল ইসলাম শান্তু, সপ্তবর্ণা সম্পাদক কলামিষ্ট কবি কামাল সিদ্দিকী, কবি ও গীতিকার আল আশরাফ বিন্ধু, কবি নাট্যকার তিক্ত দাহ নলুয়া, কবি ও গীতিকার লুৎফা জালাল,কাব্যছন্দ’র সভাপতি কবি শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নাঃগঞ্জ শাখার সভাপতি কবি কাজী আনিসুল হক, মায়ের আঁচল এর সভাপতি কবি হারুনুর রশিদ সাগর,
ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সামাদ মতিন, কবি ও কন্ঠ শিল্পী জি এ রাজু, কানন প্রি ক্যাডেড স্কুল এর পরিচালক মহিউদ্দিন। এ প্রজন্মের কন্ঠ তারকা রিয়া খান এর সুললিত কন্ঠে কবি রবী ঠাকুরের বিখ্যাত গান “এসো হে বৈশাখ এসো এসো ” গানটি পরিবেশিত হয়।

এ ছাড়াও স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন কবি ও কন্ঠ শিল্পী শংকর সুত্রধর, কবি সাদ্দাম মোহাম্মদ, কবি ও মাউথ অর্গানিষ্ট জয়নাল আবেদীন জয়, চিত্র পরিচালক কবি এস এম শাহাব উদ্দিন, কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি সালাউদ্দিন আমির, কবি ইসমাত আরা ঝিনুক, কবি আল আমিন বৈরাগী, কবি মোঃ বশির উদ্দিন, কবি মোঃ শামীম চৌধুরী, মীর রিদোয়ান, কবি ও গীতিকার ডা: মনির জামান, কবি অজিত দাস,কবি ও কন্ঠ শিল্পী সায়মন আহম্মদ, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, সাহিত্যানুরাগী সোনিয়া আহমেদ,কবি ঈশিতা দাস, কন্ঠশিল্পী সঙ্গীতা দাস সিথি, হালি চৌধুরী সহ আরও অনেক সাহিত্য প্রেমী অংশ গ্রহন করেন। সভাপতির সমাপনি বক্তব্যের পর মনন সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও কন্ঠশিল্পী মাবিয়া রহমান এর বৈশাখী আপ্যায়ন পান্তা ইলিশ ও ভর্তা ভাতে ভূড়িভোজের মাধ্যমে মননের ৭৭ তম সাহিত্য আড্ডা’র বৈশাখী আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..