• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন বাংলাদেশ মানবাধিকার কমিশন- নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন বহুলকাঙ্খিত কদমরসুল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন না’গঞ্জে  আন্তর্জাতিক ও জাতীয়  প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য র‌্যালি  নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা বেগম খালেদা জিয়া ও সানির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত না’গঞ্জ সদরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কাজ করতে চায় এনজিবি কুষ্টিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জসিম উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মন্ত্রিসভায় জাতীয় পরিচয় নিবন্ধন আইনের খসড়া অনুমোদন

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা: মন্ত্রিসভায় আজ জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২২ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নিরাপত্তা সেবা বিভাগের আওতায় নিয়ে আসতে এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি অনন্য পরিচয় নম্বর প্রবর্তণ করার লক্ষ্যে এটি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রি পরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটিকে নিরাপত্তা সেবা বিভাগের আওতায় নিয়ে আসতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে- এই বিভাগ পাসপোর্ট (কার্যক্রম) পরিচালনা করে। প্রতিটি নাগরিকের একটি মাত্র পরিচয় থাকবে। তিনি বলেন, এক ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বর তার পাসপোর্ট, এনআইডি ও অন্যান্য নথিতে ব্যবহৃত হবে। আনোয়ারুল বলেন, এখন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনকে সরকারের তত্ত্বাবধানে নিয়ে আসতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে চালু হওয়া নির্বাচন কমিশনের প্রকৃত ধারণায় ছিল ভোটার পরিচয়পত্র কার্ড প্রস্তুত করা, জাতীয় পরিচয়পত্র নয়। মূল ধারণাটি নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল।
বর্তমানে নির্বাচন কমিশন ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী, ২০০৭ সাল থেকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে ১৮ বছর ও তদুর্ধ্ব বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র কার্ড প্রদান করছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটিকে (খসড়া আইন) নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু এটি আইনে পরিণত হওয়ার আগে, আইন পরিষদ বিভাগকে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করতে হবে।’ তিনি বলেন, আইনপরিষদ বিভাগকে বিদ্যমান আইনের ভিত্তিতে যতটা সম্ভব খসড়া আইনটি পর্যালোচনা করে প্রয়োজনে শুধু কয়েকটি ধারা যুক্ত করতে বলা হয়েছে। আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদের মতে, বিদ্যমান আইনটি খুবই ভাল।
নিরাপত্তা সেবা বিভাগ মন্ত্রিসভার বৈঠকে বিলটি উপস্থাপন করে।
এছাড়াও, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জলবায়ুু পরিবর্তন মোকাবেলায় ৯০টি উচ্চ অগ্রাধিকার এবং ২৩টি মাঝারি অগ্রাধিকার অন্তর্ভুক্ত করে জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) এর খসড়া উপস্থাপন করে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, খসড়া পরিকল্পনাটি আরও সংশোধনের প্রয়োজন বলে ফেরত পাঠিয়েছে মন্ত্রিসভা।
বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তির খসড়া অনুমোদন করা হয়।
মন্ত্রিসভা পররাষ্ট্র মন্ত্রনালয় উপস্থাপিত বৈশ্বিক মিথেন অঙ্গীকারে যোগদানের একটি প্রস্তাবও অনুমোদন করে। আনোয়ারুল ইসলাম জানান, এ পর্যন্ত ৫০টি দেশ এই অঙ্গীকারে স্বাক্ষর করেছে। গ্লোাবাল মিথেন অঙ্গীকার হল ২০৩০ সাল নাগাদ বিশ্বব্যাপী মিথেন নির্গমন ২০২০ স্তর থেকে কমপক্ষে ৩০ শতাংশ হ্রাস করার সম্মিলিত প্রচেষ্টায় অবদান রাখার জন্য স্বেচ্ছা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি, যা ২০৫০ সালের মধ্যে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করতে পারে।
মিথেন একটি শক্তিশালী কিন্তু স্বল্পস্থায়ী জলবায়ুু দূষণকারী গ্যাস যা প্রাক-শিল্প যুগ থেকে বৈশ্বিক গড় তাপমাত্রায় নিট বৃদ্ধির প্রায় অর্ধেক দায়ী।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..