• মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরিতে অভিযানে কারাদণ্ডসহ ৫ লক্ষ টাকা জরিমানা ৫০ উর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনের আলোচনা সভা বন্দর মুছাপুরে এস এস সি পরিক্ষার্থী সিমি ও শিশু সোয়াইফকে মারধর, ভাঙ্গচুর ও লুটপাট শ্রমিক জাগরণ মঞ্চ আয়োজিত “শ্রমিক শ্রেণীর জীবন মান উন্নয়ন ও মজুরী শীর্ষক” সেমিনার অনুষ্ঠিত ইপসা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান এর পিএইচডি ডিগ্রী অর্জন নানা আয়োজনে উদযাপিত নারায়ণগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে -ডিসি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডিতে অপপ্রচারের অভিযোগ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নবজাতকদের জন্য ৪ শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধন না.গঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

গ্রাম পুলিশ-আনসারদের অনুদান তুলে দিলেন লিপি ওসমান

বিডিনিউজ আই ডেস্ক : / ২৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ মে, ২০২১
সাংসদ শামীম ওসমানের পক্ষে অনুদান তুলে দেন তার স্ত্রী সালমা ওসমান লিপি।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় দায়িত্বরত গ্রাম পুলিশ, আনসার ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের আর্থিক অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। শনিবার (২৯ মে) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে সাংসদের পক্ষে অনুদান তুলে দেন তার স্ত্রী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। সদর উপজেলায় দায়িত্বরত ৪২ জন গ্রাম পুলিশকে ১০ হাজার টাকা, ১৫ জন আনসার ও ৫০ জন ৪র্থ শ্রেণীর কর্মচারীকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন তিনি।
এ সময় সালমা ওসমান লিপি বলেন, ‘চারদিকের যে পরিস্থিতি তা দেখে খুব ভয় পেতাম। আমাদের ধর্ম এবং আপনাদের দেখে শিখেছি, ভয়টাকে কমানো উচিত। মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কিছু করা উচিত। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমৃত্যু আপনাদের সেবা করে যেতে পারি। সবাই সাবধান ও সচেতন থাকবেন। যুদ্ধ এখনো চলছে। অশুভ ও অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা। অনেক বেশি সচেতন ও সোচ্চার থাকতে হবে আমাদের। মানবজাতির জন্মই হয়েছে যুদ্ধ করার জন্যে। যে যুদ্ধ করে জিততে পেরেছে সেই সফল। যে যুদ্ধে মানুষের পাশে থাকতে পেরেছে সে স্বার্থক।’
তিনি বলেন, ‘আমি শুনতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের দুইটি রোড একটি আমার শ্বশুর ও আরেকটি রোড আমার শাশুড়ির নামে এবং শীতলক্ষ্যা ব্রিজটি আমার বড় ভাসুড়ের নামে করে দিচ্ছেন। এজন্যে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মান দেয়ার মালিক আল্লাহ। ওনারা ৩ জনেই বেঁচে নাই, হয়ত ওনাদের কোনো কাজ আল্লাহ পচ্ছন্দ করেছেন যার জন্যে এ মরোণত্তর সম্মানটুকু উনি দিয়েছেন উসিলা আমাদের প্রধানমন্ত্রী। আমি ২ রাকাত নফল নামাজ পড়ে দোয়া করছি। ওনাদের সহ আমি ওসমান পরিবারের জন্যে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমরা বিশ্বাস করি পুরো নারায়ণগঞ্জবাসী ওসমান পরিবার। আপনারা সবাই আমাদের পরিবারের সদস্য।’
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী, মহানগর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন ভ্ইূয়া সাজনু, যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, আলীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..