• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
ভাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ভুয়া ডেন্টাল কেয়ার বন্ধ তীব্র তাপদাহে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাফিক পুলিশের প্রশান্তি বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান না.গঞ্জ সদরে বর্জ্য ও জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কাশীপুরে আ’লীগের সন্ত্রাসীদের মসজিদের হামলা- ভাংচুর না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জে নানা আয়োজনে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবাগত সদর ইউএনও তাছলিমা শিরিন নিন্দুকদের সমালোচনা অতিক্রম করে সততার পথে এগিয়ে যেতে চান নারী উদ্যোক্তা ইমা

টোল বিহীন মালামাল পারাপারে এম.পি সেলিম ওসমানকে বন্দর বাসীর সাধুবাদ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

বন্দর প্রতিনিধিঃ সরজমিনে গিয়ে জানা যায়, বন্দর সেন্ট্রাল ট্রলার খেয়াঘাট সংলগ্ন দুটি নৌকা পারাপারের ঘাট রয়েছে। সেখানে মানুষ পারাপারে টোল না থাকলেও মালামাল পারাপারে টোল দিতে হয়। আর এই টোল দেওয়াকে কেন্দ্র করে অনেক সময় বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়। এতে সাধারন মানুষ বিভিন্ন সময় নানান অভিযোগ করে আসছিলো। এই বিষয়ে খোজ নিয়ে জানা যায়, বি আই ডব্লিউ কতৃক ইজারা নিয়ে টোল আদায় করা হয়। কিন্তু ইজারায় ১-৩ ঘাটের ইজারা থাকলেও ট্রলার খেয়াঘাট সংলগ্ন নৌকার খেয়াঘাটটি মুলতঃ ট্রলার খেয়াঘাট ইজারাদারদের সীমানায়। যেখানে কোন টোল আদায় করার কোন কথা নয়। বিশ্বস্ত সুত্রে জানা যায়, বিগত সময়ে সকল ইজারাদারগন সেন্ট্রাল ট্রলার খেয়াঘাট ইজারাদারকে প্রতিদিন আর্থিক সুবিধা  দিয়ে মেনেজ করে এই টোল আদায় করে আসছে। এই বিষয় নিয়ে ভারপ্রাপ্ত ইজারাদার এইচ এম রাসেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা আগে তিন ঘাট থেকে টোল আদায় করলেও এখন শুধু বটতলা ও লঞ্চ ঘাট থেকে টোল আদায় করে থাকি। ট্রলার খেয়াঘাট সংলগ্ন খেয়াঘাট থেকে কোন টোল আদায় করি না। আগে টোল আদায় করলেও এখন কেন করছেননা প্রশ্ন করলে তিনি উপড়ের নির্দেশ আছে বলে নিজের দায় এড়িয়ে যান। খেয়াঘাটে কর্মরত মাঝি ও লেবারের সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, মুলত বন্দর বটতলা খেয়াঘাট ও লঞ্চঘাট বি আই ডব্লিউ কতৃক মালামালের ইজারা কৃত ঘাট। কিন্ত সেন্ট্রাল ট্রলার খেয়াঘাট ইজারাদারকে আর্থিক সুবিধা দিয়ে তিনও ঘাট থেকে টোল আদায় করে আসছে। তবে তিন মাস যাবত দুটি ঘাটে টোল আদায় করা হচ্ছে। তিনি আরও বলেন শুনেছি আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান সাহেবের হস্তক্ষেপে এটি বন্ধ হয়েছে। এসময় এক ক্ষুদ্র ব্যাবসায়ীর সাথে কথা বললে তিনি বলেন, স্বাধীনের পর থেকে এই পর্যন্ত একমাত্র এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান সাহেবই টোল ফ্রি করেছেন। এই ঘাটে মালামালের টোল বন্ধ করায় আমরা খুব খুশি। এটা যেন অব্যাহত থাকে সেই অনুরুধ থাকবে এমপি মহোদয়ের কাছে। সংবাদ সংগ্রহ কালে সকলেই মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান কে সাধুবাদ জানিয়েছে।  সকলের দাবী বন্দর সেন্ট্রাল ট্রলার খেয়াঘাট সংলগ্ন নৌকার খেয়াঘাটের মালামালের টোল যেন পুনরায় চালু না হয়। পাশাপাশি সবসময়ের জন্য মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের সুদৃষ্টি কামনা করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..