আজ ২৬ আগস্ট মঙ্গলবার মান্যবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সদয় নির্দেশনা মোতাবেক আফিয়া ডেন্টাল কেয়ার নামে মোস্তফা টাওয়ার, ইউনিটি হাসপাতাল, সানারপাড় এ ভুয়া ডেন্টাল চিকিৎসক এর সন্ধানে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।
সে সময় দেখা যায় ‘ড. ফারজানা আখতার, ভুয়া বিএমডিসি রেজি: নম্বর’ ব্যবহার করে ডেন্টাল ক্লিনিক পরিচালনা করছেন।
মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্টার আইন, ২০১০ আইনে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
মোবাইল কোর্টে সার্বিক সহায়তা প্রদান করেন সিভিল সার্জন এর কার্যালয়, নারায়ণগঞ্জ এর মেডিকেল অফিসার ড. শহিদুল ইসলাম খান ও জেলা পুলিশ, নারায়ণগঞ্জ।
আপনার মন্তব্য প্রদান করুন...