ক্রীড়া সংবাদদাতা ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আগামী ২৫ জুন থেকে ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে জাতীয় ক্যাডেট ও ইয়ুথ দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২১(অনুর্ধ-৮,১০,১২,১৪,১৬ ও ১৮) ওপেন ও বালিকা দাবা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এতে অংশ নিবে। (অ-৮ ঃ যাদের জন্ম ১ জানুয়ারী ২০১৩,অ-১০ ঃ যাদের জন্ম ১ জানুয়ারী ২০১১, অ-১২ যাদের জন্ম ১ জানুয়ারী ২০০৯, অ-১৪ ঃ যাদের জন্ম ১ জানুয়ারী ২০০৭, অ-১৬ ঃ যাদের জন্ম ১ জানুয়ারী ২০০৫, অ-১৮ ঃ যাদের জন্ম ১ জানুয়ারী ২০০৩)।
আগ্রহীদের জন্ম সনদ সহ জেলা ক্রীড়া সংস্থার অফিসে আগামী ২৪ জুন ২০২১ এর মধ্যে সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...