নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং একদিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫৬ জন।
সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২৮ টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৮৫৭ জন এবং মারা গেছেন ২২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৪৭ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, করোনা নারায়ণগঞ্জেও আবার বাড়ছে। অবশ্যই সবাইকে লকডাউন মানতেই হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...