শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
জাহাঙ্গীর হোসেনঃ কৃষি আবহাওয়ার পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় সদর উপজেলায় কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুন) দিনব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ইসহাক’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঢাকা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বশির আহম্মদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মকবুল আহমদ।
সদর উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম’র সঞ্চালনায় কৃষক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাছলিমা আক্তারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...