• বুধবার, ১৮ জুন ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
গ্রিন এণ্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নাঃগঞ্জে দেশবরেণ্য জনপ্রিয় মানবাধিকার নেত্রী সোহে্লী পারভীন এর জন্মদিন পালিত ঈদের ছুটিতেও না.গঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি পরিসেবা ঈদের ছুটিতেও না.গঞ্জ বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি পরিসেবা চলমান শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণে জেলা প্রশাসকের আশ্বাস: “শহিদরা আমাদের গর্ব, তাঁদের পরিবার আমাদের পরিবার” বিএনপি নেতা রোমেন -এর ঈদ শুভেচ্ছা শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির পক্ষে ঈদের শুভেচ্ছা না.গঞ্জে ৭৪টি পশুর হাটে সেবা দিচ্ছে ভেটেরিনারি টিমের ১৬০জন সদস্য নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মত বিনিময় সভা

মূল্য লক্ষ্য শিনজো অ্যাবেকে খুন করা নয়, তদন্তে বেরিয়ে এল শুটারের উদ্দেশ্য

বিডিনিউজ আই ডেস্ক : / ২০৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২

আবু ইউসুফ মুন্না, বিডি নিউজ আই, টোকিও : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে গুলি করে হত্যার উদ্দেশ্য ছিলো না বলে পুলিশকে জানিয়েছেন শুটার তেৎসুয়া ইয়ামাগামি (৪১)। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জাপানের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম।

কিয়োডো নিউজ জানিয়েছে, শিনজো অ্যাবেকে খুন করা মূল লক্ষ্য ছিল না তেৎসুয়ার। তার মূল লক্ষ্য ছিল, একটি ধর্মীয় সংগঠনের নেতাকে হত্যা করা। ওই ধর্মীয় নেতা তার মায়ের সঙ্গে প্রতারণা করেছেন। তার মা ওই ধর্মীয় গোষ্ঠীকে দান করে দেউলিয়া হয়ে পড়েন। এ কারণে তাকে খুন করতে চেয়েছিলেন।
গণমাধ্যমটি জানিয়েছে, পুলিশি জেরায় তেৎসুয়ার দাবি শিনজো আবে ওই ধর্মীয় সংগঠনকে প্রচারের আলোয় নিয়ে এসেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছেন তেৎসুয়া।

৬৭ বছর বয়সী শিনজো অ্যাবে জাপানে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। গতকাল স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। সেসময় তিনি জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে নির্বাচনী প্রচারণায় বক্তৃতা করছিলেন।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে জাপানের পুলিশ। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় নারা নিসির পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছে, হত্যা মামলা হিসেবে তারা ঘটনা তদন্ত করছেন। পুলিশ বলছে, ৪১ বছর বয়সী তাৎসুইয়া ইয়ামাগামি বেকার যুবক। একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি তিনি ঘৃণা পোষণ করতেন। শিনজো আবের সেই গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কারা সেই গোষ্ঠী পুলিশ তা জানায়নি।

পুলিশ আরও জানিয়েছে, ৯০ জন তদন্তকারী ঘটনার তদন্তে নেমেছেন। এর আগে পুলিশ স্থানীয় সময় বিকাল ৫টা ১৭ মিনিটে সন্দেহভাজন হত্যাকারীর বাসায় তল্লাশি চালায়। তার বাসা থেকে হাতে তৈরি কিছু পিস্তল উদ্ধার করা হয়।(জাপান টাইমস ও ওয়াশিংটন পোস্ট)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..