বিডি নিউজ আই, ঢাকা: বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় (২০২১) যোগ্য হিসেবে উত্তীর্ণ ৮১৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৮৭৫ জন প্রার্থীর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে তাদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।
যোগ্য ৮১৫ জনকে এক বছরমেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে আগামী ১৪ অক্টোবর বিকেল ৩টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...