নারায়ণগঞ্জ রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও তার এক সহযোগীকে ৮ কেজি গাজাসহ গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২১ জুন) সন্ধ্যায় ৬ টারদিক উপজেলার দাউদপুর ইউনিয়নের ছোট বাগলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক ফয়সাল মিয়া (২২) ও উপজেলার দাউদপুর ইউনিয়নের ছোট বাগলা এলাকার মোকসেদ হোসেনের ছেলে আজিম মিয়া।
র্যাব-১ জানায়, দীর্ঘদিন ধরে দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক ফয়সাল এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে র্যাবের কাছে সংবাদ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র্যাব-১ সিপিসি-৩ এর একটি আভিধানিক দল দাউদপুরের ছোট বাগলা এলাকার আজিম মিয়ার বাড়ীতে অভিযান চালায়। এ সময় ৮ কেজি গাঁজাসহ দাউদপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়া ও আজিম মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য প্রদান করুন...