• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
নাঃগঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক কর্মশালা ও সনদপত্র বিতরণ নারায়ণগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রী মেডিকেল ক্যাম্প নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা ও র‍্যালি নারায়ণগঞ্জে বেসরকারি হাসপাতাল মালিকদের নিয়ে মতবিনিময় সভা সুজন-এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা না’গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ রাজধানীতে ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প আজ গিয়াস উদ্দিন আহমেদ -এর মৃত্যুবার্ষিকী সিদ্ধিরগঞ্জে আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’ উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হবেন কৃষকদল নেতা শরিফ মোল্লা

তিন দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ জুন, ২০২১
গ্যাস, পানি, ঔষুধসহ নাগরিক সমস্যা সমাধানে তিন দফা দাবিতে মানববন্ধন

গ্যাস, পানি, ঔষুধসহ নাগরিক সমস্যা সমাধানে তিন দফা দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’। মঙ্গলবার (৮ জুন) সকালে চাষাঢ়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সভাপতিমন্ডলীর সদস্য সাবেক পৌর কমিশনার বীরমুক্তিযোদ্ধা আজহার উদ্দিন, লোকমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক রমজানুর রশিদ, সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির পোকন, দুলাল মল্লিক প্রমুখ।
মানববন্ধনে গ্যাস, পানি, ঔষধসহ নাগরিক সমস্যা সমাধানে তিন দফা দাবি উত্থাপন করে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ থেকে প্রায় ২৮ বছর দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ঢাকা ওয়াসাকে এখান থেকে হটিয়ে দেয়া হয়েছে। গত ২০২০ সালের অক্টোবর মাসে পানি সরবরাহের দায়িত্ব পেয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তাতে আমরা আশ্বস্ত হয়েছি এখনো আশ্বস্ত আছি। কিন্তু গত পহেলা জুন থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করা হচ্ছে না। এতে করে সাধারণ মানুষ অত্যন্ত সংকটময় মুহুর্ত পার করছে। এ দেখে মনে হচ্ছে আমরা যে আন্দোলন করেছিলাম ঢাকা ওয়াসাকে হটিয়ে সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেয়ার জন্যে তা আজকে মুখ থুবড়ে পরেছে। আমাদের ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নিরবিচ্ছন্নভাবে পানি সরবরাহ করার জন্যে সিটি কর্পোরেশনের কাছে আহবান জানাচ্ছি। আপনারা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে পরীক্ষা-নিরিক্ষা করবেন না। সাধারণ মানুষরা যেভাবে নিরবিচ্ছন্নভাবে পানি পাচ্ছিলো সেভাবে পানি সরবারহ করুন।
তারা আরও বলেন, আজকে গ্যাস লাইনের পুরোনো সংযোগের কারণে বিভিন্ন জায়গা থেকে গ্যাস লিক হচ্ছে। যাতে নানারকম দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। তিতাস কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে এসব পুরতান পাইপ গুলো বদলিয়ে নতুন পাইপ দিয়ে গ্যাস সংযোগ দেয়া হোক। আজকে তিতাসের কর্মকর্তারাই বলছেন যে জেলায় বৈধ সংযোগের থেকে অবৈধ সংযোগ বেশি। তাহলে আপনারা কি শুধু এসির বাতাস খেতেই অফিসে আসেন! যেসব অবৈধ সংযোগ আছে সব বিচ্ছিন্ন করুন। বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিভাগ হচ্ছে স্বাস্থ্য বিভাগ। সাধারণ মানুষ তো ঠিকমত সেবা পাচ্ছেই না, উল্টো লুটেরার দল সব লুটেপুটে খাচ্ছে। তার উপর ঔষুধ সিন্ডিকেটদের প্রভাবে আজকে গায়ে লেখা রেটে আমাদের ঔষুধ কিনতে হচ্ছে। অথচ কয়েকবছর আগেও পাইকারিতে ঔষুধ কিনতে গেলে আমরা আরো কম দামে ঔষুধ পেতাম। তখন যদি পাই এখন কেনো পাবো না আমরা? আমরা প্রশাসনের নিকট দাবি রাখছি এসব সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..