নিজস্ব সংবাদদাতা: প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শন করেন। ২১ জুন শনিবার উক্ত পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও পেট্রোবাংলার চেয়ারম্যান মো: রেজানুর রহমান। তাদেরকে বরণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,। জেলার সকল শিল্প প্রতিষ্ঠান এবং কল কারখানা জেলা প্রশাসনের “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাননীয় সচিব জনাব মোঃ সাইফুল্লাহ পান্না রুপগঞ্জের এন জেড টেক্সটাইলস প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।
মাননীয় সচিব রুপগঞ্জ, সোনারগাঁও এবং আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শন করেন। এসময় তিনি গ্যাস বিভাগের চলমান কার্যক্রম ও সমস্যা পর্যালোচনা করেন ও সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...