নিজস্ব সংবাদদাতা : বহুল কাঙ্খিত ও প্রত্যাশিত বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল ধাওয়া পাল্টা ধাওয়ায় পন্ড হয়ে গেছে। সভাপতি প্রার্থী শফিক মাহমুদের সমর্থনকারী দীল মোহাম্মদ দীলুন কাউন্সিল পন্ড করতে হট্টগোল করলে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভোট চলাকালীন এ ঘটনা ঘটে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাউন্সিল স্থগিত করে ব্যালট পেপার নিয়ে চলে আসেন।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী বলেন, যারা এই কাউন্সিল বানচাল করেছে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে কাউন্সিল বানচালকারীদের বিরুদ্ধে আইনগত ও দলীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছে ভোটার ও ডেলিগেটরা।
উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ ঘোষণা করে ফতুল্লা থানা আওয়ামী লীগ। এতে করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। বিভিন্ন প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারনা চালায়। উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...