রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
না.গঞ্জ সদরে জাতীয় স্থানীয় সরকার দিবসে র‌্যালী ও আলোচনা জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ সদরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা না.গঞ্জে তামাক নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় বিষয়ক কর্মশালা নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান নারায়ণগঞ্জে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা ফতুল্লায় মালেক মেম্বারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে টোল বিহীন মালামাল পারাপারে এম.পি সেলিম ওসমানকে বন্দর বাসীর সাধুবাদ নারায়ণগঞ্জে পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের পুরস্কার বিতরণ

বন্দরে বখাটেদের উপদ্রুপের কারনে অভিভাবক মহল অতিষ্ট

বন্দর প্রতিনিধি : বন্দরে বখাটে যুবকদের উপদ্রুপ আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগ তুলেছে অভিভাবক মহল। তারা জানিয়েছে, বখাটেদের উৎপাতে কারনে বন্দরে গামেন্র্টস কর্মী থেকে শুরু করে স্কুল কলেজগামী ছাত্রীদের অভিভাবকরাও চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে। বর্তমানে বখাটেরা বন্দর থানার ঘারমোড়া ব্রীজ, বন্দর উপজেলার মোড়, মদনগঞ্জ নমুনা বাজার ব্রীজ ও ফরাজিকান্দা ও সোনাকান্দাসহ এর আশে পাশে এলাকায় দলবদ্ধ ভাবে দঁাড়িয়ে থেকে এ পথে চলাচলরত বিভিন্ন গামেন্র্টস কর্মী ও স্কুল কলেজগামী ছাত্রীদের প্রতিনিয়ত উক্তক্ত করে আসচ্ছে। এ ব্যাপারে অভিভাবক মহল বহুবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেও এ ব্যাপারে তেমন কোন সারা পাওয়া যায়নি। দিন যতই ঘনিয়ে আসচ্ছে বখাটেদের উৎপাত ততই বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের সাবেক অভিভাবক প্রতিনিধি একেএম ইব্রাহিম কাশেমের সাথে আলাপ কালে তিনি এর সত্যতা শিকার করে জানায়, এ সমস্যা অনেক দিনের। আমি স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি থাকা অবস্থায় চেষ্টা করেছি বখাটেদের যতটুকু সম্বভ প্রতিহত করার। হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের ম্যানিজং কমিটির সভাপতি সমাজ সেবক আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু তিনিও বখাটের দমনে ছিল বেশ আন্তিরিক। বিগত সময়ে স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসানসহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ বখাটেদের দমান করার জন্য বেশ কয়েক বার পদক্ষেপ নিয়েছিল। তত সময়ে বন্দর থানা পুলিশ দিয়ে স্কুল চলাকালিন সময়ে উল্ল্যেখিত এলাকায় টহল জোরদার রাখায় ওই সময় বখাটেদের উৎপাত কমে যায়। আগের মত পুলিশের নজরদারি না থাকায় বর্তমানে উল্লেখিত এলাকায় আবারও বখাটেদের উৎপাত বেরে গেছে। এ অবস্থা থেকে রেহাই পেতে ভূক্তভোগী অভিভাবক মহল উপজেলা র্নিবাহী কর্মকতার্ বি.এম. কুদরত এ খুদা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম.এ রমীদ এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বন্দরের সচেতন মহল ।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD