• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
ভাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ভুয়া ডেন্টাল কেয়ার বন্ধ তীব্র তাপদাহে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাফিক পুলিশের প্রশান্তি বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান না.গঞ্জ সদরে বর্জ্য ও জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কাশীপুরে আ’লীগের সন্ত্রাসীদের মসজিদের হামলা- ভাংচুর না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জে নানা আয়োজনে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবাগত সদর ইউএনও তাছলিমা শিরিন নিন্দুকদের সমালোচনা অতিক্রম করে সততার পথে এগিয়ে যেতে চান নারী উদ্যোক্তা ইমা

কবি ও সাংবাদিক ইয়াদী মাহমুদের  দোয়া ও সহযোগিতার আহ্বান 

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ মে, ২০২২

বিডি নিউজ আই, সংবাদ বিজ্ঞপ্তি : নারায়নগঞ্জ জেলা বন্দর থানাধীন ১৬৪ এইচ এম সেন রোড, রাজবাড়ি এলাকার স্হায়ী বাসিন্দা   মৃতঃ আবু শাকের শুকুর মাহমুদ এর  পুত্র কবি ও সাংবাদিক সৈয়দ আবুল হাসনাত ইয়াদী মাহমুদ( ৬৫)। সে কিডনি ও পিত্ত থলিতে পাথর রোগে আক্রান্ত। আগামী ২৫ মে তাঁর অস্রপাচার। তাঁর এ রোগ হতে মুক্তির আশায় সকলের কাছে দোয়া ও চিকিৎসা ব্যয়ে মানবিক ভাবে অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।
বয়োজ্যেষ্ঠ প্রবীন  কবি ও সাংবাদিকের  কিডনি ও পিত্ত থলিতে চিকিৎসক পরিক্ষা নিরিক্ষায়   ৬টি পাথরের অস্তিত্ব খুঁজে পান । শরীরের ভিতরে এসকল পাথরের কারনে প্রচন্ডভাবে শারীরিক ব্যথায় শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে  বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের  পরামর্শ অনুযায়ী অস্রপাচারের মাধ্যমে তাঁর এ পাথর অপসারণ না করিলে দ্রুত মৃত্যুর সম্ভাবনা রয়েছে । চিকিৎসকের এমন  কথা শুনে সে শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছে। কারন  অস্রপাচারের ব্যয় তার পক্ষে একক ভাবে বহন করা সম্ভব হচ্ছে না।
১৯৭৫ সাল থেকে ইয়াদী মাহমুদ সাংবাদিকতা জীবন শুরু করেন। সে বর্তমানে মাসিক জনপ্রশাসন পত্রিকার সহ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধির দ্বায়িত্ব পালন করছেন।কবি হিসেবে সে  বাংলা একাডেমি’র সদস্য। এ ছাড়াও সাহিত্য সংগঠন বাংলাদেশ কবি সংসদ, কবিলায় ফাউন্ডেশন, জাতীয় কবি সংগঠন অনুপ্রাস এর উপদেষ্টা। সন্মেলিত সাহিত্য জোট এর সভাপতি ও জার্নালিজম ডেভোলাপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান।
অসুস্থ জনিত কারণে চিকিৎসা ব্যয় চালাতে গিয়ে বর্তমানে সে অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়েছে। এখন  চিকিৎসা ব্যয়   ইয়াদী মাহমুদ ও তাঁর পরিবারের পক্ষে একক ভাবে বহন করা সম্ভব হচ্ছে না। তাই সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে   চিকিৎসা বাবদ অনুদানের আবেদন জানান সেইসাথে সমাজের দানবীর ও উদার ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন।
যদি কেহ তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাহা হলে  ০১৯১৫৫৩২২২৫  নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..