জাহাঙ্গীর হোসেনঃ অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ও সদর উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুন) সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আমিনুর রশিদ।
উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম’র সঞ্চালনায় কৃষক প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাছলিমা আক্তার ও উপজেলা কৃষি কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কর্মকর্তা শওকত ওসমান প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারি কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারাগাছ বিতরণ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...