মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশ রাইটার্স ক্লাব -এর উদ্যোগে সাহিত্য আলোচনা ও ইফতার অপচয়রোধে নিজের পোস্টার নিজেই লাগাচ্ছেন এমপি প্রার্থী রনি বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত নাঃগঞ্জে সাবেক ছাত্রলীগ সভাপতি সানি’র নেতৃত্বে মিছিল ও প্রতিবাদ সাজাপ্রাপ্ত আসামী ব্লাকমেইলার কামাল ডান্ডাবেরী অবস্থায় জেলহাজতে সরকারকে দায়ী করে গুজব ছড়ানো হচ্ছে : লিপি ওসমান নারায়ণগঞ্জ সদরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বাংলাদেশে অগ্নিদানবদের ঠাঁই নেই: শাহজাহান খান নারায়ণগঞ্জে জেলা পর্যায়ে সেইপ’র অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মানব কল্যাণ পরিষদে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন

ভোকেশনাল মাঠ পরিদর্শন করেছেন মেয়র আইভী

সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভোকেশনাল) পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

নিজস্ব সংবাদদাতা: সিদ্ধিরগঞ্জের পাঠানটুলীতে অবস্থিত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভোকেশনাল) পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২২ জুন) বিকেলে তিনি ওই প্রতিষ্ঠানের মাঠের জায়গা পরিদর্শন করেন।
ওই মাঠের জায়গায় একটি ভবন নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর তীব্র বিরোধীতা রয়েছে। মাঠটি পরিদর্শন শেষে সিটি মেয়র আইভী বলেছেন, মাঠ রেখে অন্যত্র ভবনটি করা যায় কিনা সে বিষয়ে মন্ত্রণালয়ে তিনি কথা বলবেন। প্রয়োজনে মন্ত্রীর সাথেও কথা বলবেন তিনি। এই সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রকৌশলীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আইভী বলেন, ‘এইটা তো একটি প্রতিষ্ঠানের ভেতরের মাঠ। মাঠ আমাদের রক্ষা করতে হবে তা ঠিক আছে, কিন্তু মাঠটি তো উন্মুক্ত মাঠ না। আমাকে একটি ডিজাইন দেয়া হয়েছিল তা দেখে আমি অধ্যক্ষকে জিজ্ঞাসা করেছিলাম যে, ভবনটি খালি জায়গায় হলো না কেনো? প্রতিষ্ঠানের মাঠ তো থাকতেই পারে। তখন উনি আমাকে জায়গার মাপ সম্পর্কে বলেছিলেন। তাই এখানে আসলাম জায়গাটি দেখতে।’
সিটি মেয়র বলেন, ‘সরকার যখন কোনো প্রজেক্ট দেয় তখন সব সময় উঁচু এবং সমতল জায়গায় তা করতে বলে। তখন তারা সমতল জায়গা হিসেবে মাঠটির কথা চিন্তা করেছিলেন। অন্য পরিকল্পনা করা যায় কিনা সে বিষয়ে মন্ত্রণালয়ে আমি জানাবো। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এখানে এসেছি। আমি এটা দেখে গেলাম। আমি এ বিষয়ে মন্ত্রী মহোদয়ের কাছে জানাবো। তারা যে সিদ্ধান্ত দিবে সেটাই হবে সিদ্ধান্ত।’
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘মাঠটি বেশি চওড়া না কিন্তু আপনারা মাঠটিতে খেলেছেন। এটাতে আপনাদের সবার আবেগ জড়িয়ে আছে। আপনাদের সব কিছু ঠিক আছে। তখন হয়তো বেশি কাজ হয় নাই, তাই করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিদ্যালয়তে কাজ করছেন। আপনারা কি চান না এই স্কুলটি সুন্দর হোক? যদি পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে দিয়ে ওই জায়গাটিতে ভবনটি নির্মাণ করা হতো তাহলে কারো কোনো কথা ছিল না। আমি এখানে দাড়িয়ে বলতে পারবো না যে এটা হয়ে যাবে। আমি উর্ধ্বতনদের সাথে কথা বলবো ওনারা যে সিদ্ধান্ত দেয় তাই হবে।’
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি পরিদর্শন শেষে পাঠানটুলী কবরস্থান ও ঈদগাহ পরিদর্শন করেন মেয়র আইভী। এ সময় তিনি ঈদগাহ ও কবরস্থান সুরক্ষিত রাখার বিষয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সেলিম মৃধা, সিটি কর্পোরেশনের প্রকৌশলী আজগর হোসেন, নাসিকের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোত্তালিব, শরীফ হিরা, হিমেল খান, মাঠ রক্ষার দাবিতে আন্দোলনকারীদের মুখপাত্র গোলাম মোস্তফা সাচ্, আইলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ইসমাইল মাদবর, সাধারণ সম্পাদক শাহ্ আলম, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক মো. সুজন, সাবেক খেলোয়াড় মোতালেব হোসেন, মজিবুল হক বাবুল, সাখাওয়াত হোসেন, নাট্য ব্যক্তিত্ব মো. শাজাহান, সমাজ সেবক জাহাঙ্গীর মাদবর, খেলোয়াড় হজরত আলী, বাবুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD